অরণ্য সৌরভ(হাতেখড়ি): গাইবান্ধার হরিজন সম্প্রদায়ের শিশুদের শিক্ষা নিয়ে লেখার জন্য হাতেখড়ি’র শিশু সাংবাদিক ইউনিসেফের ‘মীনা মিডিয়া অ্যাওয়ার্ড, ২০১৮’ পেয়েছে।
আজ মঙ্গলবার বিশ্ব শিশু দিবসে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বল রুমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
‘শিক্ষায় পিছিয়ে গাইবান্ধার সুবিধাবঞ্চিত হরিজন শিশুরা’ শিরোনামে সংবাদ লিখে পুরস্কার পায় মেহেদী হাসান। দ্বিতীয় পুরস্কার হিসেবে মেহেদী ২৫ হাজার টাকা, সনদ ও ক্রেস্ট পেয়েছে।
অনুভূতি প্রকাশ করে মেহেদী হাতেখড়িকে বলে, ‘মিনা মিডিয়া অ্যাওয়ার্ড পেয়ে আমি খুবই আনন্দিত। এটা আমার সবচেয়ে বড় একটি পাওয়া। অ্যাওয়ার্ড পাওয়ায় আমার দায়িত্ব আরও বেড়ে গেল। শিশুর জন্য পৃথিবী হয়ে উঠবে সুন্দর, কোমল; সেই আশায় বুক বাঁধি। বিশেষ ধন্যবাদ হাতেখড়ি পরিবারকে।
এছাড়াও মেহেদী হাতেখড়ি’র দু’বার বর্ষসেরা প্রতিনিধি হিসেবে পুরস্কার পেয়েছেন।
প্রতি বছরের মতো এবারও ইউনিসেফ শিশু বিষয়ক সৃজনশীল কাজ ও সংবাদকে উৎসাহ দিতে বিভিন্ন ক্যাটাগরিতে শিশু ও বড়দের এই পুরস্কার দিয়েছে।
সূত্র: hatekhari.news
‘মীনা মিডিয়া অ্যাওয়ার্ড’ পেল হাতেখড়ি’র মেহেদী
Reviewed by Md. Ahosan Habib Maruf
on
মঙ্গলবার, নভেম্বর ২০, ২০১৮
Rating:
