-->

শিক্ষার্থীদের সংগঠন "আলোর পথে" এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত।



নিজস্ব প্রতিবেদক,(রংপুর):

গত ১৯ অক্টোবর শুক্রবার রংপুর নগরীর একটি পার্কে উদযাপিত হয়েছে স্কুল শিক্ষার্থীদের সেবা মূলক সংগঠন 'আলোর পথে' এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোর পথে'র সদস্য ও কর্মীবৃন্দ । এ সময় তারা আলোর পথে'র ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন।
আলোচনায় তারা সিদ্ধান্ত নেন তারা আগামী বছর ৫০ জন গরীব মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দিবেন।
আলোর পথে'র সহ সভাপতি আহসান হাবিব শিশু-কিশোর২৪.কম কে বলেন,"আলোর পথের ২বছর পূর্তি তে আমরা আনন্দিত। আমরা আশা করি আলোর পথে আরো অনেক দূর এগিয়ে যাবে। আপনারা সবাই দোয়া করবেন।"
সংগঠনটির জেষ্ঠ কর্মী জান্নাতি মেহবুবা পিয়া বলেন," শুরু থেকে আলোর পথে'র সাথে যুক্ত আছি। সংগঠনটির সাথে থেকে গরীব মেধাবী শিক্ষার্থী ও সুবিধা বঞ্চিতদের পাশে দাড়াতে পেরেছি । আমি আনন্দিত ।আজীবন আলোর পথে'র সাথে যুক্ত থাকবো।"
সুবিধা বঞ্চিতদের ঈদ উপহার প্রদান-২০১৮

গরীব শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান -২০১৮


অন্যদিকে এ সংগঠনটির সভাপতি তাসকিনুল হাসান বলেন ," ২ বছরে আমরা সফল ৪টি আয়োজন করতে পেরেছি। আমার মনে হয় এই ২বছরে আলোর পথে গরীব মেধাবী এবং সুবিধা বঞ্চিতদের সাহায্য করতে পেরেছে। শিক্ষিত জাতি গড়তে সকলের অংশগ্রহনে আলোর পথে ভূমিকা রাখবে বলে মনে করি। আপনাদের সাহায্য সহযোগীতার মাধ্যমে আলোর পথে অনেক দূর যাবে বলে আমি মনে করি । সবাই দোয়া করবেন ,আমাদের পাশে থাকবেন।"

উল্লেখ্য যে, ২০১৬ সালের ১৯ অক্টোবর ৮ম শ্রেনী পড়ুয়া কয়েকজন শিক্ষার্থী মিলে আলোর পথে সংগঠন টি গঠন করে। বর্তমানে এত সদস্য সংখ্যা প্রায় ৫০ জন। সংগঠনটির প্রধান উদ্দেশ্য গরীব শিক্ষার্থীদের পড়ালেখায় সহযোগীতা করা এবং অসহায়দের পাশে দাড়ানো। এছাড়াও নানা সামাজিক কর্মকান্ডে সংগঠন টি অংশ নেয়।

শিক্ষার্থীদের সংগঠন "আলোর পথে" এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। শিক্ষার্থীদের সংগঠন "আলোর পথে" এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। Reviewed by সম্পাদক on সোমবার, অক্টোবর ২২, ২০১৮ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.