-->

ফটোশুটে একসঙ্গে বিশ্বের সবচেয়ে লম্বা ও খাটো মানুষ ।


শিশু-কিশোর২৪ডেস্ক:
তুরস্কের অধিবাসী সুলতান কোসেন। বয়স ৩৫ বছর। উচ্চতা ৮ ফুট ১ ইঞ্চি। তিনিই পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ। অপরদিকে পৃথিবীর সবচেয়ে খাটো মানুষ হচ্ছেন ভারতের নাগপুরের জ্যোতি আমগে। বয়স ২৪ বছর। উচ্চতা মাত্র ২ ফুট। ২০১১ সাল থেকে এই দুইজন ‘গিনেস বুক অব ওয়ার্ল্ডস’- এ বিশ্বের সবচেয়ে লম্বা ও খাটো মানুষের রেকর্ড দখল করে আছেন।
সম্প্রতি এক ফটোশুটে একসঙ্গে দুজনকে দেখা গেছে। ছবিতে কোসেনের হাঁটুর নিচে দেখা যাচ্ছিল পৃথিবীর সবচেয়ে খাটো মানুষ জ্যোতিকে।
মিসরের পর্যটন বোর্ডের আমন্ত্রণে সম্প্রতি দেশটি সফরে যান এই দুই বিশ্ব রেকর্ডধারী। মিসরের পিরামিডের সামনে তাদের ফটোশুট করা হয়। পরে তারা কায়রোর একটি পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলনে অংশ নেন।

কোসেন ২০ বছর বয়সে ‘গিনেস বুক অব ওয়ার্ল্ডস’-এ সবচেয়ে লম্বা মানুষ হিসাবে স্বীকৃতি পান। এখন পর্যন্ত ১০ জন লম্বা মানুষ ‘গিনেস বুক অব ওয়ার্ল্ডস’-এ স্থান  পান। কোসেন বিশ্বে সবচেয়ে লম্বা হাতের অধিকারীও।
অন্যদিকে জ্যোতি ১৮ বছর বয়সে গিনেস বুকে বিশ্বে সবচেয়ে খাটো বা ক্ষুদ্র মানুষ হওয়ার রেকর্ড অর্জন করেন। তখন তার ওজন ছিল ৫ কেজি।
সূত্র : মিরর 
এসএ
ফটোশুটে একসঙ্গে বিশ্বের সবচেয়ে লম্বা ও খাটো মানুষ । ফটোশুটে একসঙ্গে বিশ্বের সবচেয়ে লম্বা ও খাটো মানুষ । Reviewed by সম্পাদক on সোমবার, অক্টোবর ২২, ২০১৮ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.