-->

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০১৮ তে চ্যাম্পিয়ন হাবিপ্রবি।



শিশু-কিশোর২৪ডেস্ক:

টানা চতুর্থবারের মতো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস-বেসিস এর উদ্যোগে বেসিস স্টুডেন্টস ফোরামের সহযোগিতায় ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৮’ ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়। এতে রংপুর রিজিয়ন এর মধ্যে চ্যাম্পিয়ন হয় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(হাবিপ্রবি) এইচএসটিইউ মেট্রোয়েড।

গত ১৯-২০ অক্টোবর টানা দুইদিনব্যাপী হ্যাকথন অনুষ্ঠিত হয় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে। ৩৬ ঘন্টা টানা হ্যাকথন আয়োজনের পর ২০ অক্টোবর (শনিবার) রাত আটটায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।
এবার বাংলাদেশের ৯টি শহর থেকে দুই হাজারেরও বেশি প্রকল্প জমা পড়ে প্রতিযোগিতায়। সেখান থেকে শীর্ষ ৪০টি প্রকল্পকে নিয়ে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান, সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ, বেসিসের সহ-সভাপতি (অর্থ) মুশফিকুর রহমান, পরিচালক তামজিদ সিদ্দিক স্পন্দন, নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৮ এর আহ্বায়ক ও বেসিস পরিচালক দিদারুল আলম এবং নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৮ এর যুগ্ম আহ্বায়ক আরিফুল হাসান অপু।
নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৮ এর বিজয়ীরা হলেন, ঢাকা-চ্যাম্পিয়ন: টিম গেম চেঞ্জার; রানার্স-আপ: প্ল্যানেট কিট, চট্টগ্রাম-চ্যাম্পিয়ন: টিম কিউ; রানার্স-আপ: টিম মাত্রা, কুমিল্লা-চ্যাম্পিয়ন: টিম ফোটন; রানার্স-আপ: টিম মেটা কোডার্স, রংপুর- চ্যাম্পিয়ন: এইচএসটিইউ মেট্রোয়েড, সিলেট- চ্যাম্পিয়ন: টিম অলিক।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিক অ্যান্ড ¯স্পেস অ্যাডমিনিস্ট্র্রেশন-নাসা আন্তর্জাতিকভাবে বিশ্বের ২৫০টি শহরে এ প্রকল্প বাস্তবায়ন করছে, যেখানে বেসিস বাংলাদেশের ৯টি শহরে (ঢাকা, চট্রগ্রাম সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং কুমিল্লা) এ আয়োজন করেছে। নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে এবার ৫০ লাখ শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত করার পাশাপাশি ১ লাখ শিক্ষার্থীদের সরাসরি এ প্রতিযোগিতায় যুক্ত করার পরিকল্পনা হাতে নেয়া হয়।
নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৮ এর রংপুর রিজিওনাল চ্যাম্পিয়ন টীম ‘এইচএসটিইউ মেট্রোয়েড’ এর সদস্য ছিলেন মোহাম্মদ শিখর আলী, আকিদুল হক, সোহেল রানা ও রিফাহ সানজিদা প্রধান৷ তারা চারজন ই বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং(ইইই) বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী।

সূত্র: স্টুডেন্ট জার্নাল বিডি
নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০১৮ তে চ্যাম্পিয়ন হাবিপ্রবি। নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০১৮ তে চ্যাম্পিয়ন হাবিপ্রবি। Reviewed by সম্পাদক on মঙ্গলবার, অক্টোবর ২৩, ২০১৮ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.