ছড়া: মন আমার।
লেখা: শাহীন খান,(বরিশাল)।
মন আমার মিষ্টি গানের ছড়া
মুগ্ধ বসুন্ধরা
সবুজ মাখা মাঠের হাসি
স্বর্ণ দিয়ে গড়া।
মন আমার বক সাদা বক পাখি
স্বপ্ন যুগল আঁখি
দুরন্ত খুব পাগলা ছেলে
কাব্যে মাখামাখি।
মন আমার বয়ে চলা এক নদী
ছুটছে নিরবধি
বিস্তৃত পথ শ্যামল শোভা
ফুল ফসলের গদি।
মন আমার ভোরের রবি হাওয়া
দেশেরই গান গাওয়া
বুকের ভেতর স্নেহ দরদ
আবির রংয়ে ছাওয়া।
ছড়া: মন আমার।
Reviewed by সম্পাদক
on
বুধবার, সেপ্টেম্বর ০৯, ২০২০
Rating:
Reviewed by সম্পাদক
on
বুধবার, সেপ্টেম্বর ০৯, ২০২০
Rating:
