ছড়া: শরতের কথা।
লেখা: শেখ একেএম জাকারিয়া।
শরৎ আসে বাংলাদেশে নতুন বেশে
ফুলপরীরা সেই খুশিতে যায় যে হেসে,
শিশিরকণা লেপ্টে থাকে সবুজ ঘাসে
রবির কিরণ নেচে ওঠে শুভ্র কাশে।
স্নিগ্ধ আকাশ হাতছানি দেয় এই শরতে
রক্তিম আভা সবাই মাখে মন পরতে,
চড়ুই দোয়েল শালিক শ্যামা গাছের ডালে
মনের সুখে যায় নেচে যায় ছন্দতালে।
রাখাল বালক চলছে হেঁটে গাঁয়ের মাঠে
গান গেয়ে যায় মধুর সুরে মনের হাটে,
শাপলা শালুক পদ্ম ফোটে দিঘির জলে
সুবাস ছড়ায় শিউলি বেলি বৃক্ষতলে।
হঠাৎ হঠাৎ বৃষ্টি পড়ে একটু করে
এসব দেখে সকল প্রাণীর মনটা ভরে,
দখিন হাওয়া যায় বয়ে যায় হেসে খেলে
মিষ্টি ঘ্রাণে মনে ভরে যায় শরৎ এলে।
ছড়া: শরতের কথা।
Reviewed by সম্পাদক
on
বুধবার, সেপ্টেম্বর ০৯, ২০২০
Rating:
Reviewed by সম্পাদক
on
বুধবার, সেপ্টেম্বর ০৯, ২০২০
Rating:
