কবিতাঃ মায়ের ভালবাসা।
লেখাঃ মোঃ বাদশাহ গাজী, ( খুলনা) ।
আম বাগানের ওই ঝোপের ধরে
করছে মায়ের বাসা,
কত যে খড় লাকড়ি
একটু সুখের আশা।
সব কিছু দেখতে দেখতে
লাগে যখন খিদা,
মায়ের ঠোঁটের খাবার খেতে
লাগে বড় মিঠা।
ঝড়, বৃষ্টি, মেঘে করিনা
কোন ভয়,
মায়ের বড় ঝপটা দিয়ে
আগলে রাখে তাই।
মায়ের মত এমন মন
আর যে কারও নাই,
শত্রুর মোকাবেলায়...
সে যেন স্পাত গরম ন্যায়।
এমন করে সুখের নীড়
গড়বে অবিরত,
মায়ের এমন ভালবাসা
হয় না যে তুলনীয়।
কবিতাঃ মায়ের ভালবাসা।
Reviewed by সম্পাদক
on
শুক্রবার, মে ২২, ২০২০
Rating:
Reviewed by সম্পাদক
on
শুক্রবার, মে ২২, ২০২০
Rating:
