কবিতা: মা।
লেখা: মিরাজ হোসেন চৌধুরী,(চট্টগ্রাম)।
ত্রিভূবনে মায়ের মতো
আর যে কিছু নাই,
এই সবুজের মাঝে আমি
মাকে খুঁজে পাই।
মা যে আমার আশার আলো
তাইতো আমি খুশি,
মায়ের দুঃখে কাঁদি আমি
মায়ের সুখেই হাসি।
মায়ের মুখের সোনার কিরণ
ভুলতে না কেহ পারে!
তাইতো সবাই মাকে যে
বড্ড বেশি ভালোবাসে।
আপন মানুষ খুঁজি যখন
দেখি কত মুখ,
মায়ের কথাই শুধু তখন
মনে আনে সুখ।
মায়ের সঙ্গে থাকবো পাশে
নিয়ে ভালোবাসা,
সব মায়েরাই হবে যে আপন
এই যে মোর আশা।
কবিতা: মা।
Reviewed by সম্পাদক
on
শনিবার, মে ২৩, ২০২০
Rating:
Reviewed by সম্পাদক
on
শনিবার, মে ২৩, ২০২০
Rating:
