-->

উত্তরে তিন দিন ব্যাপী ছায়া জাতিসংঘ এর উদ্বোধন।




নিজস্ব সংবাদদাতা:
"টেকসই উন্নয়নের লক্ষ্যে শান্তি ও সাম্য" এই প্রতিপাদ্য কে ধারণ করে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুরে আজ উদ্বোধন হয়েছে দ্য নর্থ মডেল ইউনাইটেড নেশনস এর। কিশোর ও তরুণদের মাঝে কূটনৈতিক সচেতনতা বৃদ্ধি ও নেতৃত্ব তৈরীর লক্ষ্যে তিন দিন ব্যাপী এই ছায়া জাতিসংঘের আয়োজন করে এ ফাউন্ডেশন। নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি, আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা - ৪ টি কমিটিতে বৈশ্বিক সমস্যা সমাধানে ব্যস্ত ছায়া জাতিসংঘে অংশগ্রহণকারী ১৫০ জন কিশোর। গুরুগম্ভীর কর্মসূচি  ছাড়াও আয়োজনের দ্বিতীয় দিনে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান একলিপ্স, তৃতীয় দিন রয়েছে সাধারণ পরিষদ ও জমকালো সন্ধ্যা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জালাউদ্দিন আকবর, অধ্যক্ষ, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ নাজমুর রহমান, অধ্যক্ষ, দ্য মিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজ, রংপুর,রেডিও সারাবেলা ৯৮.৮ এফএম এর সিনিয়র স্টেশন ম্যানেজার মাহফুজ ফারুক, এ ফাউন্ডেশনের ট্রাস্টিবোর্ড সদস্য ও ইভেন্ট কনসালটেন্ট এহসানুল মাহবুব লাব্বী। এছাড়াও উপস্থিত ছিলেন শিশু-কিশোর২৪.কম এর সম্পাদক আহসান হাবিব মারুফ ও প্রকাশক এহসানুল হক তানভীর।
অতিথিগণ তাদের বক্তব্যে বর্তমান প্রজন্মের মাঝে নেতৃত্ব ও মানবিক গুণাবলি গঠনে ছায়া জাতিসংঘের অবদান আলোচনা করেন ও এ লক্ষ্যে দ্য নর্থ মডেল ইউনাইটেড নেশনস এর সাফল্য কামনা করেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন আফিয়া ইবনাত শুচি, মাশিয়াত এহসান প্রমিতি ও রিনভী।
উল্লেখ্য যে উক্ত আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে শিশু-কিশোর২৪.কম ও ত্রৈমাসিক শিশু-কিশোর হালচাল।
উত্তরে তিন দিন ব্যাপী ছায়া জাতিসংঘ এর উদ্বোধন। উত্তরে তিন দিন ব্যাপী ছায়া জাতিসংঘ এর উদ্বোধন। Reviewed by সম্পাদক on বৃহস্পতিবার, মার্চ ০৫, ২০২০ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.