-->

প্রিয় বন্ধু।


আব্দুল্লাহ,(বগুড়া):
বন্ধু ছাড়া জীবন সে তো পাল বিহীন নৌকার ন্যায়।কিন্তু সত্যিকার একজন প্রকৃত বন্ধু জীবনে পাওয়া অনেক বড় একটা পাওয়া।
আমি যখন ৬ষ্ঠ শ্রেণিতে পড়তাম তখন আমার এক প্রান প্রিয় বান্ধু ছিলো নাম আতিক ।আমাদের বন্ধুত্ব ছিলো আমাদের দুজনের জীবনের চলার শক্তি,অনুপ্রেরণা।আমরা থাকি একই শহরে তবে ভিন্ন ভিন্ন এলাকায়।তবে মজার ব্যাপার হলো দুজন যেনো একই সূত্রে গাঁথা।দুজনের চিন্তা চেতনা সব কিছুই ছিলো এক।বন্ধুতের মাঝে ছিলো এক প্রতিযোগিতা তবে তা সাধারন কোনো প্রতিযোগিতা নয় আমাদের মাঝে ছিলো পড়াশুনার প্রতিযোগিতা।তবে আতিক ই আমাদের সবার থেকে সব সময় ভালো রেজাল্ট করতো।তবে তার মনে ছিলোনা বিন্দুমাত্র অহংকার।আমরা পড়াশুনা করতাম আনন্দের সাথে খেলার ছলে আড্ডার ফাঁকে।ফলে পড়াশুনা ছিলো আমাদের কাছে এক মজার খেলা।এভাবে মজার ছলে পড়া পড়তে আমাদের বেশ ভালো লাগতো।JSC পরিক্ষা শুরু হলো দু জনে অনেক ভালো পরিক্ষা দিলাম দুজনেই A+ ও পেলাম।অনন্দের যেনো সীমা রইলোনা।আমরা ঠিক করলাম একদিন দুজনে বের হবো ঘুরতে।আমি রাস্তার পাশে দাড়িয়ে অপেক্ষা করতে লাগলাম অতিকের জন্য হঠাৎ দেখতে পেলাম ও রাস্তার ওপাশ থেকে বলে উঠলো একটা গিফ্ট কিনেছি।রাস্তার এ পাশ থেকে বলে উঠলাম কার জন্য রে ..? ও বলে উঠলো আমার অন্য একজন বেস্ট ফ্রেন্ড আছে ওর জন্য।আমি তখন অভিমানের ছলে মুখ ঘুরিয়ে হাঁটতে থাকলাম পিছন ফিরে দেখলাম ও রাস্তা পার হতে লাগলো আর আমায় ডাকতে লাগলো কিন্তু আমি না শুনার ভান করে অভিমানী মুখ করে সামনে এগিয়ে যেতে থাকলাম।হঠাৎ শুনতে পেলাম চিৎকার এর শব্দ পিছন ফিরে তাকিয়ে আমি হতভম্ব হয়ে গেলার রাস্তার পাশে পরে আছে আতিকের রক্তাক্ত দেহ।ছুটে গিয়ে জড়িয়ে ধরলাম কিন্তু বুঝতে পারলাম ও আর নেই।
কেটে গেলো একটা বছর হঠাৎ মনে হলো সেই গিফ্ট বক্স এর কথা স্তম্ভিত মনে খুললাম বক্সটা খুলে চোখে পানি চলে এলো,বক্সে ছিলো দুজনের একসঙ্গে কাটানো নানা স্মৃতিময় ছবি  আর একটা কাগজে লেখা ছিলো.....
আমি ছিলাম তোর মনে আজও আছি জানি না ফেরার দেশে চলে গেলেও আমি থাকবো তোর মনে।
ইতি
আতিক r />
প্রিয় বন্ধু। প্রিয় বন্ধু। Reviewed by সম্পাদক on শুক্রবার, মার্চ ১৩, ২০২০ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.