-->

নিজেকে আবিষ্কার করো নতুন ভাবে।


ফাতেমা আক্তার মনিরা,(ঢাকা):
ছোট বেলা থেকে "বোকা,বলদ, তোকে দিয়ে কিচ্ছু হবে না"ইত্যাদি নানা রকম কথা শুনে শুনে বড় হয়েছো? 
স্কুলের নানা কম্পিটিশন এ অংশগ্রহণ করতে গিয়ে নানা রকম তুচ্ছতাচ্ছিল্যমুলক কথা শুনতে হয়েছে তাই না?  

মানুষের নানান  সমালোচনা শুনে নিজেকে অতি ক্ষুদ্র, কিট, নর্দমার মত লাগছে?  
ভেবো না! বিজয় এর পথ তোমাকেই খুজছে। তুমি ই পারবে। 

শুধু নিজেকে একবার নতুন করে আবিষ্কার করতে হবে!! 
হ্যাঁ, আবিস্কার করতে হবে তুমি ঠিক কি চাও। জীবনে সফলতা অর্জন করে উঁচু মাথায় বাকি টা সময় অতিবাহিত করতে চাও? নাকি সারাজীবন  মানুষের কটু কথা শুনে জীবন পার করে দিতে চাও? 

নিজেকে আবিষ্কার করতে হবে কোন কাজ গুলি তুমি ভাল পারতে, কিন্তু মানুষের কথা শুনে গুটি মেরে বসে ছিলে এত দিন।ঠিক কোন বিষয় গুলি নিয়ে তোমার আগ্রহ ছিল প্রবল, সেই বিষয় গুলি খুজে বের করতে হবে তোমাকেই।

নিজেকে নতুন করে আবিষ্কার করতে হবে যেন সমাজে সেই সব মানুষ দের দেখিয়ে দিতে পারো যারা তোমাকে বোকা বলদ ভাবতো। 

নিজেকে আবিষ্কার করো যেন সেই বন্ধু গুলাই তোমার অটোগ্রাফ এর জন্য আকুতি মিনুতি করে। 

তোমার ভিতরে অবশ্যই প্রতিভা আছে, তোমার ভিতরে অবশ্যই গুন রয়েছে, শুধু তোমাকে খুজে নিতে হবে, শুধু তোমাকে আবিষ্কার করতে হবে।

নিজেকে যদি নিজে না চিনতে পারো, দুনিয়ায় কারো ক্ষমতা নেই তোমাকে বড় করার। 
আবার নিজেকে যদি নিজে চিনো, তাহলেও কারো ক্ষমতা নেই তোমাকে ছোট করার।

সৃষ্টিকর্তা আমাদের সবার মাঝেই কোনো না কোনো প্রতিভা দিয়েছে।শুধু আমাদের কাজ হচ্ছে প্রতিভা গুলি কে খুজে বের করা। 
খুজতে গেলে সময় লাগলে লাগুক! নিজেকে কে একবার চিনলে আর কিচ্ছু লাগবে না ব্যাস!

তাই প্রতিনিয়ত নিজেকে আবিষ্কার করতে হবে। ঠিক কিসের উপর আমার আগ্রহ কাজ করে, ঠিক কোন বিষয় গুলি নিয়ে পড়তে আমার ভাল লাগে, আমার কি হতে হবে, কেন হতে হবে, কি করতে হবে!
এই সব প্রশ্নের উত্তর যখন তুমি ব্যাখ্যা সহ দ্বার করাতে পারবে, 
ঠিক ওই দিন ই বুঝবে তুমি বিজ্ঞানী!

হ্যাঁ তুমি তোমার নিজেকে নতুন ভাবে আবিষ্কার করতে পেরেছো।সৃষ্টিকর্তার দেয়া প্রতিভাকে তুমি খুজে বের করতে সক্ষম হয়েছো।


খুজতে থাকো নিজেকে ওই দিন পর্যন্ত, যেই দিন নিজেকে চিনে এক টুকরো চিলতে হাসির আলোতে নিজের মন কে আলোকিত করতে পারবে।
নিজেকে আবিষ্কার করো নতুন ভাবে। নিজেকে আবিষ্কার করো নতুন ভাবে। Reviewed by সম্পাদক on মঙ্গলবার, ফেব্রুয়ারী ২৫, ২০২০ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.