ছড়া: শীত এসেছে।
লেখা:পি.কে.প্রজ্ঞা রায়,(৪র্থ শ্রেণি,রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
বাংলা মায়ের ছয় সন্তান
পঞ্চমটি শীত,
শীতটা এবার এসেই সবার
কাঁপিয়ে দিল ভীত।
শীত এসেছে , শীত এসেছে
সঙ্গে পিঠা- পুলি,
পাটিসাপটা-ভাপা- চিতই
এ স্বাদ কি করে ভুলি?
[নতুন নতুন গল্প,কবিতা,ছড়া,ফিচার সহ শিশু-কিশোরদের লেখা সৃৃজনশীল লেখাগুলোর আপডেট পেতে ক্লিক করুন]
ছড়া: শীত এসেছে।
Reviewed by সম্পাদক
on
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০১৯
Rating:
