হাটি হাটি পা পা
লেখা: মারিয়া কবির প্রমা,(রংপুর)
হাটি হাটি পা পা
তাল পুকুরে ঝাঁপা,
তাল পুকুরের মাঝে
৫টা তোতা নাচে,
তোতার নাম কি?
খোঁপা বেধেছি।
বাবা যাচ্ছে
লেখা: আতকিয়া আউয়াল,(রংপুর)। শ্রেণী: ৪র্থ।
বাবা যাচ্ছে বাজারে,
মাছ কিনবে তাজা রে।
মুরগি,খাসি,মিষ্টি দই,
আর কিনবে কাতল কৈ।
পটল,আলু,বেগুন,মুলো,
খেতে মজা সবজিগুলো।
ছোটবোন
লেখা: সাবিহা নওশিন,(রংপুর)। শ্রেণী: ৬ষ্ঠ।
ছোটবোন মৌ,
সাজে শুধু বউ।
বয়স তার পাঁচ,
জানে ভালো নাচ।
বাসায় খেলে একা,
দুষ্টুমুতেও পাকা।
কথা বলে বেশি,
থাকে হাসি খুশি।
পড়াশুনাতেও বেশ,
একরাশ ছড়া।
Reviewed by সম্পাদক
on
সোমবার, ডিসেম্বর ০৯, ২০১৯
Rating:
