এএফসি কাপের সেরা গোলগুলো থেকে ৮ টি বাছাই করে এশিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা (এএফসি) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দর্শকদের ভোটের জন্য ছেড়েছে।
তবে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে গত আগস্টে উত্তর কোরিয়ান ক্লাব এপ্রিল টোয়েন্টিফাইভ এফসির বিরুদ্ধে আবাহনীর সোহেল রানার এবং ইন্দোনেশিয়ান ক্লাব পিএসএম মাকাসারের হয়ে ডাচ ফরোয়ার্ড ক্লকের লাওসের টয়োটা এফসির বিরুদ্ধে করা গোলটি।
ভোট চলবে ৯ ডিসেম্বর রাত ১২ টা পর্যন্ত। সেরা গোলের দৌড়ে কখনো এগিয়ে যাচ্ছে ক্লক কখনো রানা। কিন্তু শেষ পর্যন্ত জয় হবে একজনেরই ।
ভোট চলবে ৯ ডিসেম্বর রাত ১২ টা পর্যন্ত। সেরা গোলের দৌড়ে কখনো এগিয়ে যাচ্ছে ক্লক কখনো রানা। কিন্তু শেষ পর্যন্ত জয় হবে একজনেরই ।
গত কয়েকদিন থেকে সোহেল রানা এগিয়ে থাকলেও এখন পর্যন্ত পাওয়া হিসেবে সোহেল রানা পিছিয়ে আছে বাংলাদেশের সোহেল রানার পক্ষে পড়েছে ১০৩৭৮৬ ভোট। তার থেকে এগিয়ে থাকা ডাচ ফরোয়ার্ড পেয়েছেন ১৩২১৫১ ভোট। তাই সোহেল রানাকে জেতাতে দর্শকদের বেশি ভোট দরকার। ভোট করে আসুন এখনি। একজন একাধিক ভোট দিতে পারবেন।
এশিয়ার সেরা গোলদাতা হিসেবে বাংলাদেশের সোহেল রানা কে জেতাতে ভোট করুন।
Reviewed by সম্পাদক
on
শনিবার, ডিসেম্বর ০৭, ২০১৯
Rating:
