পড়ালেখা ডেস্ক:
সোমবার (২৪ ডিসেম্বর) প্রকাশিত হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও সমমানের পরীক্ষার ফল। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে বলে বাংলা ট্রিবিউনের একটি খবরে বলা হয়েছে।
ঐ দিনই বিনামূল্যের পাঠ্যবই উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ১ জানুয়ারি একযোগে বই উৎসব পালন করা হবে সারাদেশে।
উল্লেখ্য, গত বছর ৩০ ডিসেম্বর এসব পরীক্ষার ফল প্রকাশ হলেও এবার ২৪ ডিসেম্বর প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠান কারণে আগে থেকেই সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বার্ষিক পরীক্ষাসহ যাবতীয় পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের নির্দেশনা দেয়। এর প্রেক্ষিতে এ বছর জেএসসি, জেডিসি, প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষার ফল প্রকাশের তারিখও এক সপ্তাহ এগিয়ে আনা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামাল জানান, “প্রাথমিকস্তরের পঞ্চম শ্রেণির সমাপনী এবং ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফল ২৪ ডিসেম্বর প্রকাশ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানেও ১ জানুয়ারি পাঠ্যপুস্তক উৎসব করা হবে। শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে নতুন বই”।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নাজমুল হক খান (শিক্ষামন্ত্রীর একান্ত সচিব) এ প্রসঙ্গে বলেন, “আগামী ২৪ ডিসেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। একই দিন প্রধানমন্ত্রী পাঠ্যবই উৎসবের উদ্বোধন করবেন”।
©ঢাকা টাইমস
আগামীকাল পিইসি,জেএসসি,জেডিসি পরীক্ষার ফলাফল। একই সাথে অনুষ্ঠিত হবে বই উৎসব।
Reviewed by সম্পাদক
on
রবিবার, ডিসেম্বর ২৩, ২০১৮
Rating:
