জেবা সামিহা,(রংপুর):
বিশেষ বিষয়ে প্রতিভা অনেকেরই থাকে। কিন্তু সেটা প্রকাশের অধিকার বা ভাগ্য অনেকেরই থাকে না।
একজন ছাত্রী মার্কেটিং এ অনেক ভালো। কিন্তু উচ্চমাধ্যমিকের পর তাকে আর মার্কেটিং নিয়ে পড়তে দেওয়া হলো না। কারন সে মেয়ে। বাড়ির বড়দের আদেশ মার্কেটিং নিয়ে মেয়ে মানুষের পড়া যাবে না। মার্কেটিং নিয়ে পড়লে তাকে মাঠেঘাটে ঘুরতে হবে। মার্কেটিং এর চাকুরী ভালো না মেয়েদের জন্যে। ভালো পজিশনের জন্যে অনেক কাঠখড় পোড়াতে হবে। মেয়েরা এটা পারবে না। মেয়েদের জন্যে এগুলা ঠিক না।
তাহলে কি ঠিক?
মেয়েদের জন্যে শিক্ষকতার পেশা ঠিক। সকালে স্কুল/কলেজ/ভার্সিটি তে ক্লাস নিবে তারপর ঘরে এসে সংসার সামলাবে।
২০১৮ সালে এখনো এই চিন্তাধারার মানুষ আছে। ভাবতেই কেমন লাগে। তারপর মনে হয় তারা তাদের যুগের ধারণা লালন করে আমরা আমাদের যুগের।
আচ্ছা ধরেন মেয়েটাকে বিয়ে দিবে তার সংসার আর সন্তান হবে। তারপর সেগুলা সামলাবে। শেষ??? আর তার যে প্রতিভাটা ছিলো সেটার কি হবে? সেটাকে মেরে ফেলা হবে। এতে কার কি লাভ? হয়তো পুরুষ সমাজের লাভ। তাদের ego নামের জিনিসটা ভালো থাকবে কারন তাদের উপর দিয়ে কোনো মেয়ে এগিয়ে যাবে না। কি, তাই ত?
এতে কারো কিছুতে কোনো লাভ হবে না। কোনোদিন কিছুর উন্নতি হবে না। আরে ও মেয়ে বলে ওর প্রতিভাকে আটকে রাখার অধিকার আপনাদের কেউ দেয়নি। একটু ভাবুন ও মানুষ। একটা মানুষ হিসেবে ওর অধিকার আছে নিজের প্রতিভা প্রকাশের। কে জানে একটা মেয়ের প্রতিভায় কিছুটা হলেও তার সমাজ, তার পরিবারের লোকজম, তার দেশ খানিকটা হলে উপকৃত হবে।
আজ যদি মেয়ে না হয়ে ছেলে হতো তাহলে তার যেদিকে প্রতিভা নেই সেদিকেও আপনারা জোর করে প্রতিভা তৈরি করতেন। বিশ্বাস করুন জোর করে প্রতিভা তৈরি করা যায় না। এটা সৃষ্টিকর্তার উপহারসরূপ প্রতিটা মানুষের কাছেই আছে, কিন্তু ভিন্ন দিকে। কমপক্ষে সৃষ্টিকর্তার দান হিসেবে এটা অবহেলা করিয়েন না সে ছেলের ক্ষত্রেই হোক আর মেয়ের।
যে মেয়েটির কথা আগেই বলেছিলাম মার্কেটিং এ ভালো। তার প্রতিভা প্রকাশের ফলে যদি দেশের খুব সামান্য উপকার হয় তাহলে সেই প্রতিভা আটকে আপনি অন্যায় করছেন না??? হ্যাঁ আপনি অন্যায় করছেন। কারন দেশের উপকারে আপনি বাধা দিচ্ছেন। আর এতটুকু অন্যায় ও যদি আপনার বিবেকে না বাধে তবে আমি একটু বিচলিত হবো আপনি কি না।
তাই বলছি প্রতিভা যদি কোনো ভালো কাজের হয় তবে তা আটকে রাখার চেষ্টা করবেন না। কারন এতে করে জিতবেন না, হেরে যাবেন। কারন আপনি সেই মানুষটার কষ্টের কারন হবেন, আপনি তার কাছে অপরাধী হবেন, আপনি তার কাছে ঘৃণিত হবেন। আর কারো ভালোবাসা থেকে বঞ্চিত হওয়া হেরে যাওয়া না? যদি এখন আপনি বলেন ভালোবাসার কোনো প্রয়োজন আপনার কাছে নেই। তাহলে আমারো আর কিছু বলার নেই।
মেয়েরা দুর্বল নয়। কারন তাদের মধ্যে অনন্য এক নারীশক্তি। তারপরেও যদি আপনার মনে হয় সে তার লক্ষ্যের জন্যে দুর্বল তাহলে তাকে একটু সাহায্য করুন। দেখবেন আপনার ধারনার বাহিরে সে এগিয়ে যাবে।
দয়া করে কোনো ভালো কাজের প্রতিভাকে ছোট করে দেখবেন না।
ফিচার: প্রতিভার মূল্যায়ণ করা জরুরী!
Reviewed by সম্পাদক
on
রবিবার, ডিসেম্বর ২৩, ২০১৮
Rating:
