সংবাদ বিজ্ঞপ্তি:
শিশুদের অধিকার রক্ষায় এবং ক্রিকেট খেলায় তাদের অংশগ্রহন বাড়াতে ইউনিসেফ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক উন্নয়ন ও প্রচারনা অংশীদারিত্ব শুরু করেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্তর্জাতিক চ্যারিটি অংশীদার হিসাবে মনোনীত হয়েছে ইউনিসেফ এবং চুক্তি অনুযায়ী বিশ্বখ্যাত ইউনিসেফ লোগো এখন থেকে বাংলাদেশ জাতীয় দলের (পুরুষ, মহিলা ও অনূর্ধ্ব ১৯) জার্সিতে শোভা পাবে।
এই প্রথমবারের মতো মা ও শিশুর প্রতীক সম্বলিত এই লোগো আন্তর্জাতিক কোন ক্রিকেট দলের জার্সিতে স্থান পেতে যাচ্ছে। এটা জাতিসংঘের এই প্রতিষ্ঠানের জন্যও একটি মাইলফলক।
কিশোর ও কিশোরীদের ক্রিকেটে সম্পৃক্ত করার মাধ্যমে ইউনিসেফ বাংলাদেশের খেলাধুলা বিষয়ক কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে সংস্থাটি বিসিবির সঙ্গে দুই বছর মেয়াদি চুক্তিটি করেছে।
চুক্তির শর্ত অনুযায়ী, সব ছেলে মেয়ের জন্য খেলাধুলার অধিকার প্রতিষ্ঠা করতে প্রচেষ্টার অংশ হিসেবে, বিশেষ করে ১৮ বছরের কম বয়সী মেয়েদের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে ইউনিসেফ বিসিবির ক্রিকেট উন্নয়ন কার্যক্রমে সহায়তা দেবে।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী ও ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার রাজধানীতে বিসিবির কার্যালয়ে চুক্তিতে সই করেন।
এডওয়ার্ড বেগবেদার বলেন, 'বাংলাদেশে ক্রিকেটের জনপ্রিয়তার কারণে এই অংশীদারিত্বকে ঘিরে অনেক উচ্চাশা রয়েছে। অতীতে বিভিন্ন সময়ে বিসিবি ও ইউনিসেফের মধ্যে বেশ কিছু সহযোগিতামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে এই অংশীদারিত্বের আওতায় আমরা ক্রিকেটের মাধ্যমে অনেক বেশি সুবিধাবঞ্ছিত শিশুর কাছে পৌঁছাতে এবং তাদের ক্ষমতায়ন করতে পারবো বলে আশা করি।'
তিনি আশা প্রকাশ করেন, ইউনিসেফ তার কিশোরী ক্লাবের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে বিসিবির প্রতিভা অন্বেষণের প্রক্রিয়াকে আরও জোরদার করতে এবং সারা বছরজুড়ে বয়সভিত্তিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
নিজামউদ্দিন চৌধুরী বলেন, 'ক্রিকেটের যে ব্যাপক ইতিবাচক ধারা রয়েছে ইউনিসেফের সঙ্গে এই অংশীদারিত্ব সেটাকে আরও বেগবান করবে এবং আনুষ্ঠানিকভাবে শিশুদের খেলাধুলার অধিকারকে জোরালোভাবে সমর্থন করার মাধ্যমে এটা বিসিবির বিদ্যমান কার্যক্রমগুলোকে আরও বেশি মানবিক করে তুলবে।'
‘বিসিবি সামাজিক ও মানবিক কার্যক্রমকে সহায়তা দেয়ার বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করে এবং এই চুক্তিটি মানুষের জীবন উন্নয়ন, বিশেষ করে শিশুদের জীবন উন্নয়নের বিষয়ে আমাদের অংগিকারকে তুলে ধরেছে,’ তিনি আরও বলেন।
শিশু অধিকার সম্পর্কিত বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য ২০০৬ সাল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশাপাশি জাতীয় ক্রিকেট খেলোয়াড়দের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে ইউনিসেফ। সংস্থাটি বিসিবির মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বেশ কিছু আয়োজনেও সম্পৃক্ত ছিল, যেসব আয়োজনের মধ্যে আইসিসি বিশ্বকাপ ২০১১, আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্ব ২০১১, আইসিসি টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৪-সহ আরও কিছু আয়োজন রয়েছে।
প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ক্রিকেট দলের জার্সিতে স্থান পেতে যাচ্ছে ইউনিসেফের লোগো।
Reviewed by সম্পাদক
on
শুক্রবার, ডিসেম্বর ২১, ২০১৮
Rating:
Reviewed by সম্পাদক
on
শুক্রবার, ডিসেম্বর ২১, ২০১৮
Rating:

