-->

ফিচার: কঠোরতা নয় ভালোসাবাই প্রকৃত শাসন।



মো: আব্দুল্লাহ,(বগুড়া):

আমরা বাংলাদেশের নাগরিক,,আমাদের কিশোর কিশোরীরা আমাদের সম্পদ, তারাই রাষ্ট্রের ভবিষৎ। তাই তাদের যথাযথভাবে গড়ে তোলা আমাদের কর্তব্য ও সপ্ন। যা বাস্তবায়নের জন্য আবশ্যক যে বিষয়টি তা হলো তাদের ভুলগুলোকে সংশোধন করে সঠিক পথের দিক নির্দেশনা প্রদান করা ও তাদের উন্নত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা, তবেই তারা দেশের সম্পদে রূপান্তরিত হতে সক্ষম হবে ও আমাদের সকলের সপ্ন পূরন হবে গড়ে উঠবে সোনার বাংলাদেশ। তবে তাদের শিক্ষা প্রদানের সময় শাসন ও প্রয়োজন যাতে তারা সঠিক ও ভুল বুঝতে পারে, ও প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারে।
বর্তমানের অভিভাবক ও শিক্ষকরা শিশুদের শাসন করতে গিয়ে বেশিরভাগ সময় কঠোরতার অথাৎ মারধর এর পথ বেছে নেন,,,তারা এটাকে সঠিক মনে করেন,,,তবে প্রকৃত পক্ষে তা ঠিক নয়,এতে শিশু-কিশোর বা শিক্ষার্থীদের মনে নেতিবাচক প্রভাব পড়ে ও তাদের মনে আক্রস সৃষ্টি হয়,তাদের মনে গড়ে উঠে বড়দের প্রতি আক্রস,,যা পড়ে ভয়ানক আকার ধারন করে,,তাদের মনে গড়ে উঠে জেদ যা কখনই কাম্য নয়,,,পড়ে তারা জড়িয়ে পরে নানা অসামাজিক কর্মকান্ডে,,,যা আমাদের সমাজের জন্য নেতিবাচক প্রভাব ফেলে,,যা পড়ে বড় সমস্যাতে রূপ নেয়,,,যা কখনই কাম্য নয়।এটি আমাদের সোনার বাংলা গড়ে তোলার সপ্নতে বাধা স্বরূপ।

অন্য দিকে যদি স্নেহ-ভালোবাসাকে শাসনের পথ হিসাবে বেছে নেয়া হয় যদি শিক্ষক মহোদয় ও অভিভাবকরা কঠোরতার পথ পরিহার করে স্নেহেরর মাধ্যমে শিশু কিশোরদের ভুল গুলোকে তাদের সামনে তুলে ধরেন এবং ভুল গুলোর নেতিবাচক দিক তাদের সামনে উন্মোচন করেন ও সঠিক সুন্দর পথ এর দিক নির্দেশনা প্রদান করেন তাহলে শিক্ষার্থীরা তাদের ভুল ত্রুটি গুলো বুঝতে পারবে ও তাদের করা অন্যায় থেকে তারা শিক্ষা অর্জন করতে সক্ষম হবেন ও তারা আমাদের কে এক সুন্দর সমাজ উপহার দিতে সক্ষম হবে।
তাই সকল অভিভাবকদের প্রতি অনুরোধ আপনারা উপরোক্ত বিষয় টি বিবেচনা করবেন,,,ও আপনাদের সন্তান বা শিক্ষার্থীদের শাসনের পথ হিসাবে কঠোরতা পরিহার করে ভালোবাসা ও স্নেহের পথ বেছে নিন,,তাহলে তারা আমাদের রাষ্ট্রের জন্য সম্পদে রূপান্তরিত হবে ও সুন্দর একটি রাষ্ট্র আমাদের উপহার দিতে সক্ষম হবেন,,,যা আমাদের সকলের স্বপ্ন।
ফিচার: কঠোরতা নয় ভালোসাবাই প্রকৃত শাসন। ফিচার: কঠোরতা নয় ভালোসাবাই প্রকৃত শাসন। Reviewed by সম্পাদক on বৃহস্পতিবার, ডিসেম্বর ২০, ২০১৮ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.