-->

ফিচার: 'শিখণ্ডী' কথন।

শিখণ্ডী'র সাথে কৃপার যুদ্ধ


তাসনিম মাহবুব,(রংপুর):

আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে মহাভারতের সেই বিখ্যাত কুরুক্ষেত্রের যুদ্ধে একটি নতুন অধ্যায় আরম্ভ হয়েছিলো। একজন নারীকে বাধ্য করা হয়েছিলো পুরুষ হয়ে যুদ্ধ করতে। সে আর কেউ না স্বয়ং পাঞ্চাল রাজের পুত্রী "শিখণ্ডী"।
শিখণ্ডী কথাটি এসেছে সংস্কৃত থেকে যার অর্থ অর্ধ। আর যদি বর্তমান ভাষায় বলি তবে আমরা এই সভ্য সমাজ যাদের হিজরা বলি তারাই শিখণ্ডী। যদিও এই শব্দটি কেবল সাহিত্যগত দিকের মাঝে সীমাবদ্ধ।
বর্তমানে বাংলাদেশে হিজরাদের সংখ্যা আনুমানিক ১৫ লাখের অধিক। কিন্তু তারা সমাজের সেই অংশ যারা আজও অবহেলিত বঞ্চিত। যারা আজও পাই নি মানুষ হিসেবে যোগ্য সম্মান। হিজরা অর্থাৎ এই সমাজের ভাষায় যারা নারীও না পুরুষ না। অর্থাৎ যাদের লিঙ্গ এই সমাজের ভাষায় নির্ধারণ হয় না। কিন্তু আজ এই একবিংশ শতাব্দীতে এসে যদি লিঙ্গ যদি ব্যক্তির পরিচয় নির্ণয় করে তবে লজ্জা সেই লিঙ্গের উপর। একজন মানুষের পরিচয় নিশ্চয় নারী পুরুষ দিয়ে হয় না।
হিজরা সম্প্রদায় সর্বদাই সহ্য করেছে উপেক্ষা গঞ্জনা আর অপমানকর পরিস্থিতি। তারা না পায় পরিবারের ভালোবাসা না অন্য কারো। তারা যেনো থেকেও না থাকার মতো।কেবল এই রক্ষণশীল সমাজের ধ্যান ধারণার জন্য তারা আজও অস্পৃশ্য। তারা না পাচ্ছে শিক্ষার অধিকার, না পাচ্ছে কর্মক্ষেত্রের অধিকার।
প্রায় অভিযোগ আসে তারা অশ্লীল আচরণ করে, চাদা তোলে। কিন্তু একবারমাত্র ভেবেছেন কি কেনো করে এমন? আপনার পেটে খিধে কাজ নেই কি করবেন তখন হয় চুরি নয় চাঁদাবাজি। কিন্তু তারা তো চাঁদাবাজ হতে চায় নি। এই সমাজ তাকে তা বানিয়েছে।
ফিচার: 'শিখণ্ডী' কথন। ফিচার: 'শিখণ্ডী' কথন। Reviewed by সম্পাদক on বুধবার, নভেম্বর ১৪, ২০১৮ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.