আজ ৯ নভেম্বর শুক্রবার সকাল ৯টায় রংপুর জেলা পরিষদ সুপার মার্কেট এর সামনে থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে বিডিক্লিন ।
সংগঠনটির ৩০জন সদস্য আজকের কার্যক্রমে অংশগ্রহন করে। সুপার মার্কেট থেকে কালেক্টরেট স্কুল পর্যন্ত রাস্তা তারা পরিষ্কার করে।
রাস্তায় পরে থাকা কাগজ ,পলিথিন ,প্লাস্টিক ইত্যাদি আবর্জনা তারা পরিষ্কার করে।
সংগঠন টির সদস্য গণ মনে করে তাদের এই অভিযান শহরটাকে পরিষ্কার করছে । পাশাপাশি মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করছে।
অভিযান চলাকালীন একজন পথচারী হাতেখড়ি কে বলেন," স্কুল-কলেজ পড়ুয়া এসব শিক্ষার্থী এত সুন্দর উদ্যোগ নিয়েছে এতে আমরা অনুপ্রাণীত । আমিও আর যেখানে সেখানে আবর্জনা ফেলবো না।"
"পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে",এই স্লোগান নিয়ে গত ২ নভেম্বর রংপুরে যাত্রা শুরু করে বিডিক্লিন । প্রথম দিন রংপুরের কাচারী বাজার এলাকায় তারা অভিযান পরিচালনা করে।
উল্লেখ্য যে, প্রতি সপ্তাহে তারা এ কার্যক্রম পরিচালনা করবে।