বিশেষ প্রতিনিধি:
শুদ্ধ বানান অভিযান ২০২১ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় বইবাড়ি, রংপুর এ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাতা প্রকাশ এর চেয়ারম্যান জাকির আহমদ, ত্রৈমাসিক শিশু-কিশোর হালচাল ও শিশু-কিশোর২৪.কম এর সম্পাদক আহসান হাবিব মারুফ এবং সহযোগি সম্পাদক সৌহাত রাশেদিন সৌখিন ও আদিব আহমেদ।
ত্রৈমাসিক শিশু-কিশোর হালচাল, শিশু-কিশোর২৪.কম এবং পাতা প্রকাশের যৌথ আয়োজনে গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয় “শুদ্ধ বানান অভিযান ২০২১”। করোনার কারণে স্বল্প পরিসরে রংপুরের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অন্যান্য জেলার বিজয়ীদের জেলা প্রতিনিধিদের কাছে পুরস্কার পাঠানো হয়েছে।
শুদ্ধ বানান অভিযান ২০২১ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
Reviewed by সম্পাদক
on
সোমবার, এপ্রিল ০৫, ২০২১
Rating:
Reviewed by সম্পাদক
on
সোমবার, এপ্রিল ০৫, ২০২১
Rating:
