ছড়া: সেই খােকাটি।
লেখা: তৈয়ব আলী ফারুক,(কুড়িগ্রাম)।
আবার যদি সেই খােকাটি
আসতাে দেশে ফিরে।
দেশটা হতাে সবুজ শ্যামল
ন্যায়নীতি কে ঘিরে।
আবার যদি সেই খােকাটি
আসতাে দেশে ফিরে!
দূর্নীতি আর থাকতাে না রে
সুখ আসিতাে নীড়ে।
আবার যদি সেই খােকাটি
আসতো দেশে ফিরে!
অন্যায়ের বিচার পেতাম,
বসে মায়ের নীড়ে।
আবার যদি সেই খােকাটি
আসতাে দেশে ফিরে!
গরীব দুঃখীর খবর নিতাে
শত লােকের ভীড়ে।
আবার যদি সেই খােকাটি
আসতাে দেশে ফিরে!
দেশের কথা ভাবতাে খোকা
বসে নদীর তীরে।
খােকার মতো স্বপ্ন দেখো
দেশটা রঙিন করতে,
সাহস রেখাে খােকার মতাে
ন্যায়নীতিকে গড়তে।
তবেই হবে দেশটা মােদের
খাঁটি সােনায় গড়া,
দেশের মাঝে শত খােকায়
দেশ টা হবে ভরা।
ছড়া: সেই খোকা।
Reviewed by সম্পাদক
on
শনিবার, আগস্ট ১৫, ২০২০
Rating:
Reviewed by সম্পাদক
on
শনিবার, আগস্ট ১৫, ২০২০
Rating:
