কবিতা: প্রান্তরে।
লেখা: শাহানুর ইসলাম রুদ্র , (মাগুরা)।
বাদলগুলি করছে খেলা
নীল আকাশের বুকে,
আলো যে তার মাখিয়ে দিলো
চোখ বুজে তার বুকে।
সবুজ পাতার গন্ধে মাখা
আমাদের ঐ গাঁ,
তাঁরায় ছায়ায় ছন্দে সুরে
ভরে ওঠে সারা।
নদীর মাছ কিলবিল করে
জেলেরা জাল ফেলে,
তারই মাঝে মাছেরা সব
লুকোচুরি খেলে।
শালিক ওড়ে ঝাঁকে ঝাঁকে
নীল আকাশের নিচে,
মনের এই সাধ মেটে নাকো
এই শহরের প্রান্তরে।
কবিতা: প্রান্তরে।
Reviewed by সম্পাদক
on
সোমবার, জুন ২২, ২০২০
Rating:
Reviewed by সম্পাদক
on
সোমবার, জুন ২২, ২০২০
Rating:
