কবিতা: ঈদের চাঁদ।
লেখা: এনামুল ইসলাম,(নীলফামারী)।
দূরের ঐ আকাশের বুকে
শত মেঘের কোল ঘেসে,
উঠেছে আজ- ঈদের চাঁদ।
লক্ষ-কোটি তারার মাঝে
রাজত্ব করে একাই সে,
যেনো তার জন্যই এসেছে রাত।
মানুষের মুখে হাসি ফুটিয়ে
তারাদের সাথে খেলা করে,
দুরের আকাশে, বাঁকা চাঁদ দেখে
খোকার মুখেও হাসির ঝিলিক পড়ে।
নতুন কাপড় নিয়ে করে ছোটাছুটি,
ঈদগাহে যাবে সকালে উঠি।
সবাই মিলে একসাথে-
করবে কোলাকুলি,
আকাশের বুকে ঈদের চাঁদ দেখে
দুঃখ-বেদনা যায় ভুলি।
কবিতা: ঈদের চাঁদ।
Reviewed by সম্পাদক
on
সোমবার, মে ২৫, ২০২০
Rating:
Reviewed by সম্পাদক
on
সোমবার, মে ২৫, ২০২০
Rating:

