প্রাণঘাতি করোনাভাইরাসের প্রভাবে কাঁপছে পুরো বিশ্ব। থমকে গেছে জন জীবন। ঠিক এরই মাঝে করোনা নিয়ে সচেতনতা ছড়িয়ে দিচ্ছে উই ফর দেম ও রংপুর উন্নয়ন ফোরাম নামে ২ টি সংগঠন। করোনাভাইরাস রোধে সামাজিক সচেতনতা বাড়াতে রংপুরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে তারা। প্রতিদিন নগরের বিভিন্ন এলাকায় এক ঝাঁক তরুণ-তরুণী ছুটে বেড়াচ্ছে সচেতনতার বার্তা নিয়ে। তাদের সেবামূলক কর্মসূচিতে সাড়া মিলছে সবখানে।
শনিবার (২৮ মার্চ) বিকেলে নগরীর মাহিগঞ্জ এলাকা দেখা হয় এসব স্বেচ্ছাসেবীদের সাথে। তাদের কেউ কেউ ব্যস্ত রাস্তার দুই পাশের দোকানের সামনে নিরাপদ দূরত্ব বজায় রাখতে সুরক্ষা মার্কিং আঁকাতে। প্রতিদিন নগরীতে এঁকে চলেছে ক্রেতা-বিক্রেতার নিরাপদ দূরত্ব সুরক্ষার চিহ্ন। গেল তিন দিনে নগরীর অন্তত দুই শতাধিক দোকানের সামনে এই চিহ্ন এঁকেছে তারা।
নগরীর বিভিন্ন এলাকাতে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, বাসা বাড়ি ও বিভিন্ন যানবাহনে জীবাণুনাশক স্প্রে ছিটিয়েছে এই স্বেচ্ছাসেবীরা। এছাড়াও বিভিন্ন এলাকায় মাইকিং করেছে তারা।
নিজেদেরকে সুরক্ষিত রেখে সচেতনতা বাড়াতে সেবামূলক এসব কাজে অংশ নিয়েছে তরুণ-তরুণীরা নেই করোনা নিয়ে আতঙ্ক। ওদের বিশ্বাস আতঙ্কিত না হয়ে সকর্তকার সাথে সচেতনতা অবলম্বন করলে করোনার ঝুঁকি থেকে নিরাপদ থাকা সম্ভব।
এব্যাপারে উই ফর দেম এর প্রতিষ্ঠাতা জীবন বলেন, ‘আমরা সবাই করোনাভাইরাস সম্পর্কে সচেতন। এখন আমাদের আশেপাশে থাকা মানুষদেরকেও সচেতন করার চেষ্টা করছি। সবার মধ্যে সচেতনতা বাড়লেই এই যুদ্ধে আমরা জয়ী হবো। এছাড়াও আমরা আরো কিছু কার্যক্রম হাতে নিয়েছি আশা করি সবাইক পাশে থাকবেন।'
ব্যক্তিগত অর্থায়নের পাশাপাশি অনেকের মানবিক সহযোগিতা পেয়েছে তারা। করোনা সংক্রমণ রোধে পরিস্থিতি স্বাভাবিক না হয়ে আসা পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত রাখতে সবার সহযোগিতা চান সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।
রংপুরে করোনা নিয়ে সচেতনতা ছড়াচ্ছে উই ফর দেম ও রংপুর উন্নয়ন ফোরাম।
Reviewed by সম্পাদক
on
শনিবার, মার্চ ২৮, ২০২০
Rating:
Reviewed by সম্পাদক
on
শনিবার, মার্চ ২৮, ২০২০
Rating:
