ছড়া: শহর ছেড়ে একটু দূরে।
লেখা: মহিউদ্দিন বিন্ জুবায়েদ,(শেরপুর)।
শহর ছেড়ে একটু দূরে
আমার ছোট গ্রাম,
সবার সেরা মায়ায় ঘেরা
স্বপ্ন মাখা দাম।
কোকিল ডাকে পাতার ফাঁকে
ভর দুপুরে ওই,
শিশির ঝরে ঘাসের পরে
এ গ্রাম পাবে কই?
শহর ছেড়ে একটু দূরে
যেথায় ঘুঘু ডাকে,
ধানের ক্ষেতে অরুণ প্রাতে
গ্রামের ছবি আঁকে।
ওখান টাতে চাঁদনী রাতে
ঝলমলে এক আলো,
ঠিকরে পড়ে সবার ঘরে
মন হয়ে যায় ভালো।
[নিয়মিত আপডেট পেতে ও আমাদের সাথে যুক্ত থাকতে ক্লিক করুন]
ছবি: সংগৃৃহীত
ছড়া: শহর ছেড়ে একটু দূরে।
Reviewed by সম্পাদক
on
বুধবার, নভেম্বর ২০, ২০১৯
Rating:
Reviewed by সম্পাদক
on
বুধবার, নভেম্বর ২০, ২০১৯
Rating:
