কবিতা: এ কেমন ইচ্ছা!
লিখা : মায়মুনা আক্তার
আজ ইচ্ছা করছে বহুদূর যেতে,
আজ ইচ্ছা করছে
সকালের ভােরটাকে নিজের
মনের সুখে উপভােগ করতে
আজ ইচ্ছা করছে সব ছেড়ে দিয়ে
শুধু মায়ের কোলে ঘুমিয়ে থাকতে
আজ ইচ্ছা করছে ঐ নীল
আকাশের তারার মাঝে হারিয়ে যেতে।
আজ ইচ্ছা করছে হাজারাে
পাখির মাঝে হারিয়ে যেতে
আজ ইচ্ছা করছে সবুজের
মাঝে নিজেকে বিলীন করে দিতে
আজ ইচ্ছা করছে নদীর স্রোতে
নিজেকে ভাসিয়ে দিতে।
আজ ইচ্ছা করছে ছােটবেলায় ফিরে যেতে।
আজ ইচ্ছা করছে বহুদূর যেতে।
কবিতা: এ কেমন ইচ্ছা!
Reviewed by সম্পাদক
on
বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০১৯
Rating:
Reviewed by সম্পাদক
on
বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০১৯
Rating:
