২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বের মূল ম্যাচে কাল মাঠে নামছে বাংলাদেশ। ই’গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ আফগানিস্তান। তাজিকিস্তানের দুশানবে’তে ঢাকার সময় রাত আটটায় শুরু হবে খেলা।
এই খেলাটি সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।
এছাড়াও বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাইয়ের বাকি সাতটি ম্যাচ (হোম-অ্যাওয়ে) সবগুলো ফিচার অনুযায়ী সম্প্রচার করবে বাংলা টিভি।
বাছাইয়ের মূল ম্যাচ খেলার দশদিন আগে তাজিকিস্তানের পৌঁছায় বাংলাদেশ দল। সেখানে স্থানীয় দুটি ক্লাবের সঙ্গে প্রীতি ম্যাচ খেলে তারা। একটিতে পরাজয় এবং অন্যটিতে ড্র করে তারা। প্রস্তুতি ম্যাচের ভুলক্রুটি কাটিয়ে, মূল ম্যাচে ভালো করার প্রত্যয় খেলোয়াড়দের মাঝে। প্রতিদিন দুই বেলা করে টার্ফে অনুশীলন করছে জেমি ডে’র শিষ্যরা।
অন্যদিকে প্রতিপক্ষ আফগানিস্তান, নিজেদের প্রথম ম্যাচে কাতারে সঙ্গে ৬-০ গোলে বিধ্বস্ত হয়। বাংলাদেশের বিপক্ষে মাঠে খেলার আগ পর্যন্ত, মানসিকভাবে কিছুটা পিছিয়ে থাকবে দল। ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ১৪৯।
courtesy: বাংলাটিভি
ফুটবল বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ দলের সব ম্যাচ সম্প্রচার করবে বাংলা টিভি।
Reviewed by সম্পাদক
on
সোমবার, সেপ্টেম্বর ০৯, ২০১৯
Rating:
Reviewed by সম্পাদক
on
সোমবার, সেপ্টেম্বর ০৯, ২০১৯
Rating:
