ছড়া: শালিক ছানার বায়না
লেখা: মোঃ মোশফিকুর রহমান ,(নীলফামারি)।
আজকে হঠাৎ শালিক ছানার
মন হয়েছে ভারি,
মা যে তারে আদর করে
কিনে দেয়নি শাড়ি!
মায়ের কাছে বায়না ধরে
খুকির মতো করে,
আমায় তুমি সাজিয়ে দাও বেনারসি দিয়ে!
খুকির মতো কনে সেজে
থাকব আমি বসে,
রাজপুত্র এক নিয়ে যাবে সঙ্গে তাহার দেশে!
মা কয় হেসে বোকা মেয়ে লক্ষ্মী শালিক ছানা,
খুকীর মতো শাড়ি পরতে
তোমার হলো মানা।
ছড়া: শালিক ছানার বায়না।
Reviewed by সম্পাদক
on
রবিবার, জুন ১৬, ২০১৯
Rating:
Reviewed by সম্পাদক
on
রবিবার, জুন ১৬, ২০১৯
Rating:
