ছড়া: ভালোবাসি দেশকে
লেখা: মোঃ মিজু সরকার হ্নদয় ,(নীলফামারী)
সবুজ শ্যামল সোনায় গড়া
আমাদের এই দেশটা,
লক্ষ শহীদ গড়ে তোলে
প্রিয় বাংলা দেশটা।
নির্যাতন আর নিপীড়নে
কষ্টে ছিলাম কতো,
নয় মাস যুদ্ধ করে তবে
মুছে গেলো ক্ষত!
বাংলাদেশের সোনার মাটি
সোনার ফসল ফলে,
এ মাটিতে জন্ম মোদের
স্বর্গ সুখ যে মেলে।
লক্ষ শহীদ জীবন দিলো
স্বাধীনতার জন্য,
ধন্য তাই বীর বাঙালি আজ
ধন্য দেশের জন্য!
বাংলা আমার মাতৃভূমি
বাংলা আমার ঐ প্রাণ,
মনের মধ্যে খুশির নগর
থাকবে চির অম্লান!
ছড়া:ভালোবাসি দেশকে।
Reviewed by সম্পাদক
on
মঙ্গলবার, জুন ১১, ২০১৯
Rating:
Reviewed by সম্পাদক
on
মঙ্গলবার, জুন ১১, ২০১৯
Rating:
