বাস্তবতা
লেখা: মিজু সরকার হ্নদয়
এই দুনিয়ার মানুষ গুলো
রুপ দেখে ভালো
প্যাচালো চিন্তা নিয়ে
মনটা তাঁদের কালো।
আচার-আচরণ এ
দেখতে অনেক মিষ্টি,
চুপিচুপি করে তারা
কোলাহল সৃষ্টি।
নিজের সার্থের কথা ভেবে
করে তারা চুড়ি,
ভালো মানুষকে চোর বানিয়ে
বানায় অপরাধী!
মামা,খালুর জোর দেখিয়ে
ক্ষমতা লুটে নেয়
শিক্ষিত, জ্ঞানীদের
পিছনে ফেলে দেয়।
মানুষের মন নিয়ে
করে তারা খেলা,
অবেগ দিয়ে ভালোবাসে
দিয়ে যায় অবহেলা।
ভালো কথা গায়ে লাগে
মন্দ কথাই ভালো,
অন্ধকারে খুজে বেড়াই
নিজ অস্তিত্বের আলো।
বাস্তবতা।
Reviewed by সম্পাদক
on
শনিবার, জুন ২৯, ২০১৯
Rating:
Reviewed by সম্পাদক
on
শনিবার, জুন ২৯, ২০১৯
Rating:
