ফাতেমা আক্তার মনিরা,(ঢাকা):
আমরা সবাই সফলতা চাই, কিন্তু সাফল্য অর্জন এর জন্য ঠিক কি কি করা দরকার তা আমরা অনেক এই জানি না, আবার জানলেও মানি না।
সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ন শব্দটি হচ্ছে "লক্ষ্য ", অনেক এই লক্ষ্য ঠিক না করে চোখ বন্ধ করে পরিশ্রম করে যায়, যার ফলাফল শেষ পর্যন্ত কিছুই হয় না।
এই সম্পর্কে আর্ল নাইটেঙ্গেল বলেছেন," কখনো কি ভেবেছো,কিছু মানুষ কেন যা চায় তাই পায়? আর কিছু মানুষ অনেক কষ্ট করার পরও কিছুই পায় না? এর কারন "লক্ষ্য"
কিছু লোকের লক্ষ্য আছে, কিছু লোকের নেই, লক্ষ্য থাকলে অর্জন করতে পারবে!
এই জন্যই সুনির্দিষ্ট লক্ষ্য ছাড়া কেউ জীবনে আগাতে পারে না।
আমি ঘর থেকে বের হলাম, কিন্তু কোথায় যাব ঠিক করলাম না, এখন আমি যত হাটি
আমার রাস্তা কিন্তু শেষ হবে না, একটা সময় পর আমার সব শক্তি শেষ হয়ে যাবে হাটার মত আর ক্ষমতা থাকবে না, ঠিক ওই মুহুর্তে আমার বসে পরা ছাড়া আর কোনো উপায় থাকবে না, কারন আমি আগে কই যাব তাই ঠিক করিনি,
এখানে এই "কই যাব" টাই লক্ষ্য।
কাজেই শুধু পরিশ্রমী হলেই হবে না, লাগবে সুনির্দিষ্ট লক্ষ্য।
তুমি কি হতে চাও?
কেন হতে চাও?
তুমি যা হতে চাও,তা হয়ে গেলে তোমার পরবর্তী জীবন কেমন হবে? না হতে পারলে কেমন হবে?
এই তিনটি প্রশ্নের উত্তর আগে খোজ।
তারপর লেগে পরো স্বপ্ন কে ছুতে হলে কি কি করতে হবে,উত্তর গুলি খুজে পাওয়ার পর ই তোমায় যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে,
যুদ্ধে যাওয়ার আগে একজন যোদ্ধা কে প্রথমেই যেমন যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হয়, একটি লক্ষ্য ঠিক করতে হয় তেমনি তোমার ও লক্ষ্য ঠিক করতে হবে!
ABCD না শিখে তুমি যেমন ইংলিশ শিখতে পারবে না, তেমনি লক্ষ্য না ঠিক করলে তুমি সফলতা পাবে না!
অরিসন মার্ডেন বলেছেন,
"পৃথিবীতে যারাই বিশাল অর্জন করেছেন,তাদের সবারই একটি বিশাল লক্ষ্য ছিল।তাদের চোখ ছিল এমন লক্ষ্যর দিকে যার অবস্থান ছিল অনেক উঁচুতে, এমন লক্ষ্য যাকে পাওয়া অসম্ভব মনে হতো।
সুতরাং তোমাকে লক্ষ্য নির্ধারণ করতেই হবে, এবং তা আজকেই!
মনে রাখবে অতিত আর ভবিষ্যৎ বলতে কিছুই নেই, বর্তমান টাই আসল এবং গুরুত্বপূর্ণ! তাই যা করতে হবে আজকেই করতে হবে এবং এখনই করতে হবে।
তাই আর দেড়ি কিসের? আজই ঠিক করে ফেলো তোমার লক্ষ্য, এবং ছিনিয়ে আনো তোমার সাফল্য।
জীবনের লক্ষ্য ঠিক করে এগিয়ে চলা জরুরী।
Reviewed by সম্পাদক
on
রবিবার, মে ২৬, ২০১৯
Rating:
Reviewed by সম্পাদক
on
রবিবার, মে ২৬, ২০১৯
Rating:
