জিসানুল কবির স্নিগ্ধ,(রংপুর):
ভালো লাগে না আর শহর
গ্রামের মতো নয়।
রাতেও দেখি এখানে
দিনের মতো মনে হয়।
সূর্য ওঠা থেকে এখানে শব্দ শুরু হয়,
মাঝরাত পর্যন্ত কোলাহল থেকে যায়।
সকালবেলা গ্রামে
পাখির কিচিরমিচির হাজার,
দুপুর হলে সেথায় নিস্তব্ধতা মজার।
রাতের বেলা গ্রামে,
কুকুর ডাকে মাঝে মাঝে।
কিন্তু সারারাত শহরে,
শব্দ হয় একদম বাজে।
মানুষ ভাইয়েরা শোনো,
করিও না শব্দ দূষণ কোনো।
যদি করো দূষণ শব্দ,
শব্দই একদিন করবে তোমাকে জব্দ।
ছড়া: শহরে শব্দ দূষণ।
Reviewed by সম্পাদক
on
মঙ্গলবার, এপ্রিল ০৯, ২০১৯
Rating:
Reviewed by সম্পাদক
on
মঙ্গলবার, এপ্রিল ০৯, ২০১৯
Rating:
