মোহাম্মাদ আব্দুল্লাহ,(বগুড়া):
শিশু শ্রম বন্ধ করে,
শিক্ষার আলো জালাতে হবে
প্রতিটি ঘরে ঘরে।
শিশু শ্রম,
এতো শিশুদের প্রতি নির্যাতন।
তাদের দেও মুক্তি,
দেখিয়ে দেও উজ্বলপথ
শিক্ষাত আলো ছড়িয়ে দিয়ে,
তাদের করে তোলো মহৎ ও সৎ।
শিক্ষা শিশুদের হাসতে শেখায়,
মাথা উচু করে বাঁচতে শেখায়,
দেখায় আলোর পথ।
তাই তাদের শিক্ষার সাথে করো সম্পৃক্ত,
শিশু শ্রম থেকে তাদের করো মুক্ত।
ছোট কবিতা: রঙ্গিন আলোর দিশা।
Reviewed by সম্পাদক
on
বুধবার, জানুয়ারী ১৬, ২০১৯
Rating:
