জানা-অজানা ডেস্ক:
লম্বা দাঁড়ি:-
রেকর্ডের অধিকারী: সারোয়ান সিং
![]() |
| সারোয়ান সিং |
তবে তার আগে ২০১০ সালের ৪ মার্চ, ইতালির রোমে, ‘লো শো দেই রেকর্ড‘ নামের একটি ইতালিয়ান টিভি শো সেটের সামেনে তার দাঁড়ি মাপা হয়, যা লম্বায় ৭ ফিট ৯ ইঞ্চি। আর এই লম্বা দাঁড়ি সম্পর্কে সারোয়ান সিং বলেন, “এই দাঁড়ি ছাড়া আমি, আমি নই। আমি এমন কেউ সাজার চেষ্টা করছি যা আমি না “।
লম্বা জিহবা:-
রেকর্ডের অধিকারী: নিক স্টোবার্ল
বিশ্বের সবচেয়ে লম্বা জিবওয়ালা মানুষ নিক স্টোবার্ল (Nick Stoeberl)। তিনি বাস করেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার সালিনাসে। অবিশ্বাস্য হলেও সত্যি যে নিকের জিব ১০.১ সেন্টিমিটার বা ৩.৯৭ ইঞ্চি লম্বা! আর এর ফলে তিনি ভেঙে ফেলেন ২০০২ সাল থেকে এই রেকর্ডধারী ব্রিট স্টিফেন টেইলরের রেকর্ড (৯.৮ সেন্টিমিটার)।
এই আর্টিস্ট এবং কমেডিয়ান জিবের জন্য সবার মনোযোগ পাওয়াটা উপভোগই করেন। তিনি বলেন, “আমি জিব দিয়ে শুধুমাত্র নাকই না এমনকি কনুইও স্পর্শ করতে পারি”। তিনি আরো বলেন, “সমস্যা শুধু একটাই আর তা হল ব্রাশ করার সময় আমাকে জিবের জন্য একটু বেশি সময় দিতে হয়”।
নিকের এই রেকর্ড ভেরিফাই করা হয় আমেরিকার ক্যালিফোর্নিয়ার সালিনাসে ২০১২ সালের ১৭ নভেম্বর এবং তুলে দেওয়া হয় গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতিস্বরূপ সনদ।
সূত্র: গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড।
সূত্র: গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড।
জানা-অজানা: বিশ্বের সবচেয়ে লম্বা দাঁড়ি ও লম্বা জিহবা'র অধিকারী যারা।
Reviewed by সম্পাদক
on
মঙ্গলবার, জানুয়ারী ১৫, ২০১৯
Rating:
Reviewed by সম্পাদক
on
মঙ্গলবার, জানুয়ারী ১৫, ২০১৯
Rating:


