-->

প্রযুক্তি: শিশুদের জন্য মিনা গেম।সচেতনতা মূলক খেলতে পারবে বড়রাও।(ভিডিও)


প্রযুক্তি ডেস্ক:

শিশুদের অধিকার তুলে ধরার উদ্দেশ্যে ১৯৯৩ সালে তৈরী করা হয়েছিল মিনা কার্টুন।এশিয়ায় সার্কভূক্ত দেশগুলোর জাতীয় টেলিভিশন চ্যানেলে কার্টুনটি দেখানো হতো।খুব দ্রুতই জনপ্রিয়তা পায় গেমটি। এখনো এশিয়ায় সর্বাধিক জনপ্রিয় কার্টুন এটি।
কার্টুনটিতে বিভিন্ন পর্বে সমাজের নানা অসংগতি ও এর প্রতিকার তুলে ধরা হয়েছে। মানুষের মাঝে তৈরী করেছে সচেতনতা ।
কার্টুন চরিত্রটির জনপ্রিয়তার মাধ্যমে মানুষের মাঝে সচেতনতা বাড়াতে ইউনিসেফের উদ্দোগে তৈরী হয়েছে "মিনা গেম"।
গেমটির মোট ১৪টি লেভেলে বিভিন্ন টাস্ক পূরন করতে হবে গেমারদের। একই সাথে এডভেঞ্চার ,মজার এবং সচেতনতা মূলক গেমটি।
গেমটির বিভিন্ন পর্যায়ে বিভিন্ন চরিত্রকে নিয়ন্ত্রন করতে হয়। কার্টুন সিরিজটির সাথে মিল রেখে গেমটির প্রধান চরিত্র মিনা নামে একটি মেয়ে। এর সাথে রয়েছে তার ভাই রাজু,পোষা পাখি টিয়া সহ আরো অনেক চরিত্র।
গেমটির প্রতিটি লেভেলে রয়েছে আলাদা আলাদা টাস্ক।
আনান খান ফাইজুল্লাহ এর কনসেপ্টে গেমটির ডেভলপিং করেছে MCC এবং Rise up labs ।
গেমটি ২০১৬ সালের ১০ডিসেম্বর প্রথম রিলিজ করা হয় । এর সর্বশেষ সংস্করন টি ৩০ডিসেম্বর ২০১৭ এ রিলিজ করা হয়েছে।
গুগোল প্লে স্টোরে গেমটির রেটিং ৪.৬।
গেমটি খেলতে ভালো লাগবে ছোট বড় যে কারোরই। তাহলে দেরী কেনো? এখনি প্লে স্টোর থেকে ইন্সটল করে নিতে পারেন মাত্র ২৩ MB এর গেমটি।গেমটি সম্পর্কে জানতে দেখুন ভিডিও টি।



প্রযুক্তি: শিশুদের জন্য মিনা গেম।সচেতনতা মূলক খেলতে পারবে বড়রাও।(ভিডিও) প্রযুক্তি: শিশুদের জন্য মিনা গেম।সচেতনতা মূলক খেলতে পারবে বড়রাও।(ভিডিও) Reviewed by সম্পাদক on শনিবার, নভেম্বর ১৭, ২০১৮ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.