পড়ালেখা ডেস্ক:
২০১৯ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার আট সাধারণ বোর্ডের এসএসসি, মাদ্রাসা বোর্ডের দাখিল ও কারিগরি বোর্ডের এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষা শুরু হচ্ছে ২রা ফেব্রুয়ারি। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসির তত্ত্বীয় পরীক্ষা চলবে। অপরদিকে ২৬ ফেব্রুয়ারি – ০৫ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।
সকালের পরীক্ষা ১০টা থেকে ১টা পর্যন্ত ও বিকালের পরীক্ষা দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই কেন্দ্রে উপস্থিত হয়ে আসনে বসতে হবে। ২০১৯ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি তোমাদের সুবিধার্থে নিচে দেওয়া হলোঃ
এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) পরীক্ষার সময়সূচি ২০১৯-

ডাউনলোড করে নাও এসএসসি-২০১৯ এর রুটিন। [ছবি ও পিডিএফ]
Reviewed by সম্পাদক
on
রবিবার, নভেম্বর ২৫, ২০১৮
Rating:
![ডাউনলোড করে নাও এসএসসি-২০১৯ এর রুটিন। [ছবি ও পিডিএফ]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgb76I3zckr5BqrHBHvUFk_BthJh6CyyWx_sv4KqXnPk-U6ImgpW5LDRIOKMtwXE1PwzRAA_uclyBVC7S70uOdHj5HERm9hr9mEroyPia56K7TWaQeehZRmeCGnCxav6jgJwGFzhgTi_kCt/s72-c/IMG_20181125_204040.jpg)