শিশু-কিশোর২৪স্পোর্টস ডেস্ক:
সেই ২০০৭ সাল, মানে ঠিক ১১ বছর আগে। সবশেষ লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া হয়েছিল বিশ্ব ক্লাব ফুটবলের অন্যতম আকর্ষণীয় ম্যাচ এল ক্ল্যাসিকো। কিন্তু রোববার এল ক্ল্যাসিকোর মহারণে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এদিন এক অপরিচিত দৃশ্যই দেখবেন ফুটবল সমর্থকরা।
গত এক দশকের বেশি সময় ধরে এই লড়াইকে অন্যমাত্রা দেয়া মেসি-রোনালদোকে ছাড়াই এল ক্ল্যাসিকো হতে যাচ্ছে। যে ম্যাচকে ‘রাজা ছাড়া দাবা খেলা’ বলছেন দুই ক্লাবের দুই সাবেক গ্রেট জর্জ ভালদানো ও অস্কার গার্সিয়া।
এই মৌসুমেই বার্নাব্যু ছেড়ে রোনালদো গেছেন ইতালির জুভেন্টাসে। তার চলে যাওয়ার পর থেকেই অবশ্য ধুকছে রিয়াল। পর্তুগিজ তারকাকে ছাড়া নিজেদের যেন গোছাতে পারছে না লস ব্লাঙ্কোসরা।
রিয়ালের মতো বার্সেলোনা পাচ্ছে না তাদের প্রধান সেনা ও জাদুকর মেসিকে। লা লিগার ম্যাচে সেভিয়ার বিপক্ষে ইনজুরিতে পড়েন এলএম টেন। তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
দুই তারকার না থাকা নিয়ে রিয়ালের সাবেক জর্জ ভালদানো বলেছেন, ‘রিয়ালের যে ধুকছে তার কারণ সহজ। তারা ৫০ গোল হারিয়েছে (রোনালদোর গোল স্কোরিং নিয়ে)। অন্যদিকে বার্সেলোনা এখন খুবই প্রতিষ্ঠিত দল।’
তবে ভালদানোর কথার সঙ্গে পুরোপুরি এক নন গার্সিয়া। তিনি বলেছেন, ‘রিয়ালের বাজে সময় গেলেও যেকোনো সময় ঘুরে দাঁড়াতে পারে তারা। সেই সঙ্গে বার্সেলোনাও মাঝে মাঝে পথ হারাচ্ছে।’
নিজ নিজ সাবেক দলের ব্যাপারে পুরোপুরি একমত না হতে পারলেও দুজনই একটা জায়গায় এক হতে পেরেছেন, সেটা হল-মেসি-রোনালদোর না থাকা। তারা বলছেন, রাজা ছাড়া দাবা খেলার আর মেসি-রোনালদোকে ছাড়া এল ক্ল্যাসিকো একই কথা।
সূত্র:চ্যানেল আই অনলাইন
মেসি-রোনালদো হীন এল ক্ল্যাসিকো ‘রাজা ছাড়া দাবা খেলা’
Reviewed by সম্পাদক
on
শনিবার, অক্টোবর ২৭, ২০১৮
Rating: