হাসান প্লাবন,ঠাকুরগাঁও:
এক আকাশের দুইটি তাঁরা
মা আর বাবা,
তাদের মাঝেই মসজিদ আমার তাদের মাঝেই কাবা।
মা করেছেন গর্ভেধারণ
১০ মাস ১০ দিন,
বাবা করেছেন লালন পালন
শোধ হবে সেই ঋন???
মনের যত কষ্ট আছে
মার আঁচলেই ভুলি,
তার কাছেই প্রথম শেখা
অ আ বুলি।
বাবা করেন বাইরে কাজ সারাদিন ধরে, প্রতিনিয়ত বাবার কথা খুব মনে পরে।
যে যাই বলুক শুনব না ভাই আল্লাহ আমার রব,
মা যে আমার চোখের মনি
বাবাই আমার সব।
মা- বাবা : ঈদ আয়োজন
Reviewed by সম্পাদক
on
বুধবার, আগস্ট ২২, ২০১৮
Rating:
Reviewed by সম্পাদক
on
বুধবার, আগস্ট ২২, ২০১৮
Rating:
