মো;দেলোয়ার হোসেন,(তারাগঞ্জ):
চলছে ফুটবল বিশ্বকাপ ২০১৮। ঈদে গ্রামের বাড়িতে গেছি আমরা ঈদ কাটাতে। আমাদের গ্রামের বাড়ির সবাই সাপোর্ট করে আর্জেন্টিনা কে। একমাত্র আমার চাচাতো ভাই ই সাপোর্ট করে ব্রাজিল কে।
তো সেদিন ব্রাজিল এর প্রথম ম্যাচ হচ্ছে। বিপক্ষ দল সুইজারল্যান্ড। উত্তেজনা পূর্ণ একটা খেলা চলছে, আমরা ভাই বোনেরা সবাই খেলা দেখছি। একটা মাছি বারবার টিভি স্কিনে পড়ছিল।
১ -১ গোলে দুই দলের সমতা চলছিল। চাচাতো ভাই খুব চিন্তিত। মাছিটার কারণে বারবার বিরক্ত হচ্ছিল সবাই। চাচাতো ভাইতো ভীষণ ভাবে রেগে গেছে।
এলইডি স্ক্রিনের টিভি ছিল, তো চাচাতো ভাই বারবার মাছিটা মারার চেষ্টায় ছিল। কিন্তু মাছিটা তাকে বারবার ঘুড়াচ্ছিল।
তো ভাইয়াও আটঘাট বেধে নেমেছে মাছিটা মেরেই ছাড়বে।
যেইনা মাছিটা স্ক্রিণের উপর পড়লো ভাইয়া সাথে সাথে সজোরে একটা থাপ্পড় মারলো মশা কে উদ্দেশ্য করে।
আর কি, গেলো টিভির স্ক্রিন টা ফেটে।
মাছিটা যেন যুদ্ধে জিতে গেছে এমন ভাবে ভাইয়ার নাকের উপর গিয়ে বসলো।
আর রুমে সবার মাঝে হাসির রোল পড়ে গেল
সবাই বলছিল ব্রাজিল ড্র করায় রেগে গিয়ে টিভি ভেঙ্গে ফেলেছে ভাইয়া।
আর ভাইয়ার অবস্থা তো করুণ, হাসবে না কাঁদবে বুঝতে পারছিল না।
(রম্য গল্প)
রম্যগল্পঃ মাছি
Reviewed by প্রকাশক
on
বুধবার, জুন ২০, ২০১৮
Rating:
Reviewed by প্রকাশক
on
বুধবার, জুন ২০, ২০১৮
Rating:
